নড়াইলে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আটক ৫

নড়াইল জেলা প্রতিনিধি

১৮ জুলাই, ২০২২, ১ year আগে

নড়াইলে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আটক ৫

নড়াইলের লোহাগড়ায় মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার বিকালে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ মোরশেদুুল আলমের আদালতে মামলার তদকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বাড়ি ও মন্দির ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় রোববার বিকালে লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। ইতোপূর্বে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ১৫ জুলাই রাতে দীঘলিয়া গ্রামের কচি সরদার বাদি হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে আরো একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় ফেসবুকে পোস্ট দেয়া আকাশ সাহা নামে সেই কলেজ ছাত্রকে খুলনা থেকে শনিবার (১৬ জুলাই) রাতে গ্রেপ্তার করা হয়। রবিবার আদালত আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পুলিশের করা মামলায় রোববার দুপুরে দীঘলিয়া বাজার এলাকা থেকে লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামের মৃত ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮) ও লুটিয়া নরসিংগাপুর গ্রামের কবির গাজী (৪০) কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই মামলার আরো তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো একই উপজেলার তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে মোঃ সাইদ শেখ (২৫), বাটিকাবাড়ি গ্রামের আঃ বারিক শেখের ছেলে মোঃ রেজাউল শেখ (৪০) এবং বয়রা গ্রামের মোঃ সাদেকুর রহমান মোল্যার ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৩২)।

ওই মামলায় এ পর্যন্ত মোট ৫ (পাঁচ) জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দীঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি ওইদিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। বিক্ষুদ্ধ জনতা এক পর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ভাংচুর করে এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাংচুরসহ ইট ছুঁড়েছে বিক্ষুদ্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। এছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এদিকে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৬(ছয়) সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news