ডোমারে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমার উপজেলায় পরিচালিত গণমুখী স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারী ও সি.এইচ.সি.পি. পদধারীদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ই জানুয়ারী) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর। এতে সভাপতিত্ব করেন– ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন– রংপুর বিভাগীয় নিউট্রিশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা নিউট্রিশন কর্মকর্তা মো. বাদল, জেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ।

নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সিএইচসিপি'দের নিয়মিত মাসিক রিপোর্ট প্রদানের ঘাটতি বিষয়ে অবহিত করে সেবার মান বৃদ্ধি বিষয়ে সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করেন নীলফামারী জেলা সিভিল সার্জন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news