ফেনসিডিলসহ হাইওয়ে পুলিশ কনস্টেবল আটক

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ফেনসিডিলসহ হাইওয়ে পুলিশ কনস্টেবল আটক
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

লালমনিরহাটের কালীগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক হুমায়ুন কবির হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কাকিনা-রংপুর আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেল সন্দেহজনক আটক করে। পরে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে ৭০ বোতল ফেনসিডিল পায়। এসময় হুমায়ুন কবিরকে আটক করা হয়।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করে সোপর্দ করা হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, হুমায়ুন কবির পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তিন এক মাস বগুড়া হাইওয়েতে থাকার জন্য একটি চিঠি নিয়ে বগুড়া যাচ্ছিলেন। যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রংপুর হাইওয়ের সহকারী পুলিশ সুপার জাহিদ চৌধুরী জানান, হাতীবান্ধা হাইওয়ে থানার ওসির মাধ্যমে বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news