কুরবানির গরুর মাংসে ‘আল্লাহু’ লেখা

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

১০ জুলাই, ২০২২, ১ year আগে

কুরবানির গরুর মাংসে ‘আল্লাহু’ লেখা
ফাইল ছবি পত্রিকা একাত্তর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পবিত্র ইদুল আজহা উপলক্ষে কুরবানি করা গরুর মাংস রান্না করার সময় গৃহিণী সালেহা আক্তার আরবি হরফে ‘আল্লাহু’ খচিত মাংসের টুকরো দেখতে পান। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া বগাদিঘী গ্রামের আকতার হোসেন কাবুর বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আকতার হোসেনের স্ত্রী সালেহা আক্তার জানান, কুরবানি করা গরুর মাংস রান্না করার সময় হঠাৎ আরবি হরফে ‘আল্লাহু’ খচিত মাংসের টুকরোর দিকে চোখ যাই। পরে আমার শাশুড়ি ডেকে বললে তিনিও আরবি হরফে ‘আল্লাহু’ দেখতে পান।

আকতার হোসেন বলেন, কুরবানি করা গরুটি আমাদের বাড়িতেই লালনপালন করেছি। ৭ জন মিলে এই গরুটি কুরবানি দেই। কিন্তু কারো ভাগ্যে না গিয়ে আমার ভাগ্যেই আরবি হরফে ‘আল্লাহু’ খচিত মাংসের টুকরোটি আসে।

এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। লোকজন মাংসের টুকরোটি একনজর দেখার জন্য আমার বাড়িতে আসছে।

আকতার হোসেন কাবুর বাড়িতে আরবি হরফে ‘আল্লাহু’ খচিত মাংসের টুকরোর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।

পত্রিকাএকাত্তর /আনোয়ার হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news