ঈদের নামাজের জন্য প্রস্তুত ঈদগাহ ময়দানগুলো

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৯ জুলাই, ২০২২, ১ year আগে

ঈদের নামাজের জন্য প্রস্তুত ঈদগাহ ময়দানগুলো
ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হয়েছে উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দান। করোনার নতুন ঢেউয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের আহ্বান করা হয়েছে।

শনিবার (৯ই জুলাই) ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ও ছোটরাউতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো সহ শেষ সময়ের বিভিন্ন প্রস্তুতি সারছেন ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা। এছাড়া প্রায় প্রত্যেক ঈদগাহেই নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. আল-আমিন রহমান জানান, ত্যাগের মহিমায় মহিমান্বিত হতে ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র ঈদ-উল-আযহা একটি অন্যতম উৎসব। ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য ঈদগাহ পরিচর্যা করা হয়েছে। শেষ সময়ের প্রস্তুতি চলছে এখন। ঈদগাহে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আসার আহ্বান করা যাচ্ছে।

জানা গেছে, এবার ডোমার উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে চিলাহাটির ঐতিহ্যবাহী শব্দিগঞ্জ ঈদগাহ ময়দানে। প্রায় সকল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সৌন্দর্য বর্ধনে কর্মরত ওমর ফারুক জানান, প্রতি বছর ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন, প্যান্ডেল সাজানো, কবরস্থান পরিষ্কার, রঙ-চুনকাম সহ বিভিন্ন কাজ করা হয়। আমি এই মহৎ দায়িত্ব পাওয়ায় নিজেকে গর্বিত মনে করি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news