বিশাল ওজনের রাজা ও মহারাজার জন্য দিনাজপুর কাঁপছে

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৮ জুলাই, ২০২২, ১ year আগে

বিশাল ওজনের রাজা ও মহারাজার জন্য দিনাজপুর কাঁপছে

৩০ মণ ওজনের রাজা, দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। আর ৩৮ মণ ওজনের মহারাজা, দাম চাওয়া হচ্ছে ২২ লাখ টাকা। দিনাজপুরের ফ্রিজিয়ান জাতের এ দুটি গরুর কথা এখন সবার মুখে মুখে। জেলার মধ্যে এ দুটি গরুই আকর্ষণীয় ও বড়, বলেছেন সংশ্লিষ্ট খামারিরা।

ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ‍্যমপাড়া গ্রামের স্কুল শিক্ষক গোলাম মোস্তফা সাড়ে ৪ বছর ধরে লালন-পালন করছেন। 'দিনাজপুর রাজা' কে আর প্রায় ৫ বছর ধরে মহারাজাকে লালন-পালন করছেন চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী বাজারের খামারি আপেল আহম্মেদ।

রাজা - মহারাজাদের খাবারের তালিকায় রয়েছে - সবুজ ঘাস, ভেজানো ছোলা, গমের ভুসি, খৈল - মিষ্টি কুমড়া সহ নানা ধরনের পুষ্টিকর খাদ্য। এ দুটি গরুকে প্রতিদিনই ৩ থেকে ৪ বার গোসল করাতে হয়।ব্যবহার করা হয় দামি সাবান ও শ্যাম্পু। মশা যাতে না কামড় দেয় সেজন্য স্প্রে করা হয়, মশা নাশক ওষুধ।

রাজার মালিক গোলাম মোস্তফা বলেন, দিনাজপুরের রাজার দাম ১২ লাখ টাকা ধরা হলেও এর কমে ও বিক্রি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা খরচ হয়। এই নিয়ে আমার এ পযর্ন্ত পাঁচ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

মহারাজা গরুর মালিক আপেল মাহমুদ, গরুর বয়স পাঁচ বছরের উপর হবে। এর নাম রাখছি মহারাজা। গত বারের কুরবানি ঈদে গরুটিকে ঢাকায় নিয়ে গেছিলাম। কিন্তু অনলাইনে গরু বিক্রয় হওয়ার কারণে এই গরুটির তেমন দাম ওঠেনি। তারপর গরুটিকে আবার বাড়িতে ফেরত নিয়ে আসি।

প্রতিদিন এই গরুটির পেছনে ব‍্যয় আনুমানিক ১ হাজার ৫০০ টাকার উপরে। আগে একটু কম ছিল। এর চেয়ে আর বড় গরু দিনাজপুরে আর দ্বিতীয়টি নেই। অনুমান করেছি এর ওজন ৩৮ মণ হবে প্রায়। এর দাম ২২ লাখ টাকা। গত বছর ফেরত আনার পর থেকে প্রায় চার লাখ টাকার উপরে খাবার খাওয়ানো হয়েছে।

রাজার পরিচর্যাকারী মোস্তাফিজুর রহমান বলেন, দিনাজপুরের রাজাকে সবসময় পরিষ্কার - পরিচ্ছন্ন রাখা হয়। তাকে বিক্রি করলেও বড় কষ্ট লাগবে। মহারাজার পরিচর্যাকারী নিতাই বলেন, তিন বছর ধরে আমি এই গরুটির সেবা যত্ন করে আসছি।

দিনে ৫ বার খাওয়াতে হয়। প্রতিদিনই বিভিন্ন মানুষজন আসেন রাজা- মহারাজার দর্শনে। এই দুটি এলাকা পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন - কয়েক বছরে রাজা-মহারাজা হয়ে গেছেন তাদের আপন।

পত্রিকাএকাত্তর /রায়হানকবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news