ঘটনাস্থলে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেল চালক অতঃপর গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

৭ জুলাই, ২০২২, ১ year আগে

ঘটনাস্থলে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেল চালক অতঃপর গ্রেফতার

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শরীফ উদ্দিন রোড ও সুটকী ব্রীজের মাঝামাঝি অইলা ভাঙ্গা ব্রীজ এলাকায় এক মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক মিয়া (৫৫)নামের এক প্রবাসী ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নিহত ব্যাক্তি বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়নের জাতুকর্নপাড় মাইজের মহল্লার মৃত ছমদ উল্লার পুত্র। জানাযায়,৭জুলাই দুপুরে প্রবাসী মানিক মিয়া বাড়ী থেকে তার নাম্বার বিহীন মোটরসাইকেলযোগে সুটকী ব্রীজের পাশে তার ছেলের মাছ ধরা দেখতে যাচ্ছিলেন।

এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী মিনি টাটা(ডিআই)একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান মানিক মিয়া(৫৫)। এসময় ঘাতক গাড়ী ও অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হুসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এছাড়াও ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করতে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানান। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সৌর্স মারফতে উক্ত গাড়ি ও চালকের নাম ঠিকানা সংগ্রহ করতে সক্ষম হয় থানা পুলিশ। এবং দীর্ঘ দুই ঘন্টা অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া ঘাতক ও ড্রাইভারকে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় গাড়িটি আটক ও ড্রাইভার করা হয়।

পরে থানা পুলিশ জানায়,আটককৃত ড্রাইভার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের নানু মিয়ার পুত্র পালিয়ে যাওয়া ঘাতক ড্রাইভার কাউছার মিয়া(৩৫)। কাউসার শায়েস্তাগঞ্জ থেকে একটি(ডিআই) পিকআপ(যাহার রেজি নাম্বার ঢাকা মেট্রো-ন- ২০-১৯২১)মিনি ট্রাক যোগে শায়েস্তাগঞ্জ পুরানবাজার থেকে পোল্ট্রি ফিড নিয়ে আজমিরিগঞ্জ যাচ্ছিল।

পথিমধ্যে হবিগঞ্জ অতিক্রম করে বানিয়াচং সড়কে সুটকি ব্রীজের পাশে একটি মোটরসাইকেলকে সজোড়ে দাক্ষা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রান মোটরসাইকেল আরোহী। এব্যাপারে সর্বশেষ বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হুসেনের সাথে মুঠোফোনে রাত ৮টা ২১মিনিটে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির জানাজার নামাজ শেষে আজ রাতেই এঘটনায় মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য,গতকাল ৬জুলাই(বুধবার) হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সকাল ৬টার দিকে হবিগঞ্জ থেকে আসা প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর একটি কার্ভাড ভ্যান বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একটি টমটম গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টমটম চালক নিহত হয়।

এবং টমটমে থাকা আরও দুই যাত্রী আহত আহত হন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে লাশ ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। এঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও থানা পুলিশ ক্যাভার্ড ভ্যান গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।

নিহত টমটম চালক হলো আজমিরীগঞ্জ উপজেলার নগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র পায়েল মিয়া(২৫)। এছাড়া টমটমে থাকা আহত আরোহী দু'জন হলো সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার চিরাইল গ্রামের কালন মিয়া(২৮) ও মোহাম্মদ তাহের মিয়া(২৯)। একের পর এক এমন দূর্ঘটনার জন্য লাইন্সেসবিহীন অপ্রাপ্ত অদক্ষ ড্রাইভারদেরই দায়ী করছেন সচেতন মহল।

পত্রিকাএকাত্তর /রুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news