ডোমারে প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলার ১৫৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ৬৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ই জুলাই) সকাল ১০টায় ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে রাউটার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন—ডোমার উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো. রমিজ আলম। তিনি শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম সুমনের হাতে তুলে দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, রাকিবুল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন প্রমূখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকগণ।

উল্লেখ্য, বিতরণ কৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি ব্লিচিং পাউডার, ৫ কেজি হ্যান্ড স্যানিটাইজার, ৬৮টি টয়লেট সাবান এবং ১৫৮টি মাস্ক।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news