ডোমারে অরফানেজ ফুড সাপোর্ট’র উদ্যোগে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে অরফানেজ ফুড সাপোর্ট’র উদ্যোগে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ান নাগরিক আলী বানাতের সংস্থা ‘মুসলিমস দ্য অ্যারাউন্ডের অরফানেজ ফুড সাপোর্ট প্রজেক্টের অর্থায়নে নীলফামারীর ডোমারে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩রা জুলাই) উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা মেডিকেল মোড় সংলগ্ন মোহাম্মাদীয়া ইসলামিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে খাদ্য বিতরণ করে অরফানেজ ফুড সাপোর্ট প্রজেক্টের প্রতিনিধি দল।

প্রজেক্টের সমন্বয়ক মো. মোকাদ্দেস হোসেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে কার্যক্রম পরিচালনা করেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যবসায়ী আলী বানাত ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে ‘মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ (বিশ্বজুড়ে মুসলিম) নামক দাতব্য প্রকল্প প্রতিষ্ঠা করেন।

প্রকল্পটির মাধ্যমে তিনি গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করেন। যার মধ্যে রয়েছে বিশুদ্ধ পানির নলকূপ নির্মাণ, শিক্ষাগত সুযোগ-সুবিধা, সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন ও আয়বর্ধক প্রকল্প, খাদ্য সহায়তা প্রদান, বিদ্যালয় ও এতিমখানা নির্মাণ, বিধবা নারী ও তাদের সন্তানদের জন্য সুযোগ-সুবিধা এবং মসজিদ নির্মাণ ও মেরামত করা।

সংগঠনটি ডোমার উপজেলায় ২০২১ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং ১৫০টি মাদ্রাসায় খাদ্য সহায়তা, ৩০টিতে কোরআন শরীফ বিতরণ, ২টিতে অজুখানা নির্মাণ, ভোগডাবুড়ী ইউনিয়নে দেড়শো গরীব পরিবারের মধ্যে টিউবওয়েল দিয়ে সহায়তা করে আসছে।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে নতুন কাপড় ও কোরবানির পশুর মাংস বিতরণ করা হবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news