ডোমারে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ সাধারণ মানুষ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ সাধারণ মানুষ

জ্বালানি সংকটের কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট চলছে। ব্যতিক্রম ঘটে নি নীলফামারীর ডোমারেও। যদিওবা এই জনপদের মানুষের আগে থেকে এক তিক্ত অভিজ্ঞতা বিদ্যুৎ বিভ্রাট। এলাকাবাসী দুষছেন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোকে।

গতকাল থেকে আজ সোমবার (৪ঠা জুলাই) প্রতি ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হচ্ছেন ডোমারবাসী। এছাড়া সাধারণ মানুষ অসহ্যকর তীব্র তাপদাহে ভুগছে। এমতাবস্থায়, সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী করছেন সকলেই।

কারণে-অকারণে বিদ্যুৎ বিভ্রাট নামক যন্ত্রণায় ডোমারবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা সহ বাসাবাড়ির বিভিন্ন জিনিসপত্রের ক্ষতির আশংকা করা হচ্ছে। এছাড়া গরমের মাঝে চলমান বিদ্যুৎ বিভ্রাটে অর্থনৈতিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা যাচ্ছে।

এ ব্যাপারে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর ডোমার শাখার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, গ্যাস স্বল্পতায় জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ তিন উপজেলায় সরবরাহ করতে আমাদেরও সমস্যা হচ্ছে। তবে সকলেই বিদ্যুৎ সাশ্রয়ী হলে, সংকট নিরসন হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবো আমরা। সাময়িক ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সাধারণ ব্যবসায়ী ওসমান গণি জানান, ঘনঘন লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। অসহনীয় গরমে লোডশেডিং হওয়ায় শ্রমিকরাও কাজ করতে হিমশিম খাচ্ছে। বাসাবাড়িতেও একই অবস্থা। ফ্রিজ, রেফ্রিজারেটর সহ বৈদ্যুতিক জিনিসপত্রের ক্ষতি হচ্ছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news