ডোমারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে ইস্যুকৃত কার্ডধারীদের মাঝে পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩রা জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলার ‘জয় এন্টারপ্রাইজ’ সাধারণ মানুষের মাঝে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় করে।

কার্যক্রমের উদ্বোধন করেন—৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হাবিব বাবু। এসময় জয় এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও সাবেক ছাত্রনেতা জুম্মা রহিম দুলু সহ ইউনিয়ন পরিষদের সকল সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ২ হাজার ৯০ জন কার্ডধারী ব্যক্তি টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ পেয়েছেন। এই কার্যক্রমে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দামে বিক্রয় করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news