বিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৩০ জুন, ২০২২, ১ year আগে

বিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা

দিনাজপুর জেলার প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই২০২২-২০২৩অর্থ বছরের ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার পৌর সভার ২৭-তম বাজেট ঘোষণা করেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী। এতে ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার বাজেটের মধ্যে ৯৩ লাখ ৫০ হাজার ৪১১ টাকা উদ্বৃত্ত বাজেট ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বৈকাল ৫টায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র মোঃ আক্কাস আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,(ওসি তদন্ত) নওয়াবুর রহমান, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নির্বাহী প্রকৌশলী ফয়জুল আসলাম, নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, হিসাব সহকারী রায়হান কবীর চপল, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

এসময় পৌর কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

বাজেট শেষে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী জানান, নতুন কর আরোপ ছাড়াই এ বাজেটে শিক্ষা, রাস্তা-ঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দিয়ে বিরামপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news