খুলনা-চালনা মহাসড়কে অবৈধ বালু ফেলে কৃত্রিম যানজট সৃষ্টি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

খুলনা-চালনা মহাসড়কে অবৈধ বালু ফেলে কৃত্রিম যানজট সৃষ্টি

বটিয়াঘাটার খুলনা-চালনা মহাসড়কের পাশে ড্রামে মেইন রাস্তা বন্ধ করে অবৈধ বালু ফেলে কৃত্রিম যানযট সৃষ্টি একদল অবৈধ বালু ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে গত রোববার সকাল সাড়ে ১০ টায় চক্রাখালী বাজারের সামনে ও দারোগাভিটার মাঝামাঝি ইসলাম নগর নামক স্থানে । ব্যস্ততম মহাসড়কের পাশে রাস্তা বন্ধ করে অবৈধ বালু ফেলায় যাত্রী ভোগান্তির পাশাপাশি কৃত্রিম যানজট সৃষ্টি করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে ।

অন‌্যদিকে অবৈধ বালু ব্যবসায়ীদের কারনে খুলনা-চালনা মহাসড়ক বন্ধ করে রাস্তার পাশে ড্রামে বালু ফেলায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে । এব্যাপারে এলাকার অভিজ্ঞ সচেতন মহল বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news