গাড়িতে আগুন ও পুলিশের কাজে বাঁধা, ৩জন গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধি

২৮ জুন, ২০২২, ১ year আগে

গাড়িতে আগুন ও পুলিশের কাজে বাঁধা, ৩জন গ্রেফতার

নড়াইলে অধ্যক্ষকে হেনস্থা, শিক্ষকদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং পুলিশের কাজে বাঁধা দেওয়ার ঘটনায় সদর থানায় ২শ অপ্সাত ব্যক্তির নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো সদরের মির্জাপুর বাজারের মোবাইল ম্যাকানিক শাওন খান (২৮), স্থানীয় নূরাণী মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম (২৭)এবং অটো চালক রিমন আলী (২২)।

বুধবার (২৭ জুন) রাতে পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করে। পরে রাতে তাদের বাড়ি থেকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে মহানবী (সাঃ)কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় গত ১৮জুন কলেজে উত্তেজনা দেখা দেয়।

এ সময় বিক্ষুব্ধ লোকজন শিক্ষকদের ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং অভিযুক্ত ছাত্র ও কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা গলায় পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অধ্যক্ষের কন্যা শ্যামা বিশ্বাস জানান, এ ঘটনার পর বাবা নিজ বাড়িতে অবস্থান করছেন না।

এছাড়া তার ফোনটিও বন্ধ রয়েছে। জানা গেছে, অধ্যক্ষের বাড়ি সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সোমবার (২৭জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেৃতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি শওকত কবির বলেন,৩জন গেস্খফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতরা কেউ ছাড়া পাবে না বলে মন্তব্য করেন। দোষীদের আইনের আওতায় আনা হবে।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news