জমি সংক্রান্ত জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

জমি সংক্রান্ত জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ির কিছু অংশ

কুমিল্লার মনোহরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৪টায় উপজেলার লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘরটি সহ ঘরে থাকা সকল আসবাবপত্র সম্পুর্ন পুড়ে ছাই। আব্দুল জলিলের মেয়ে তাসলিমা বলেন, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ন অলঙ্কার,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোঃ (বীমা কোম্পানীর) এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্র ও ঘরে থাকা পার্সপোর্ট এবং ভিসা পুড়ে ছাই। এতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে জানায় ক্ষতি গ্রস্থের পরিবার।

এছাড়া নেতা কামালের বাড়ি বলেই আমাদের বাড়িটা সবাই চিনে। নেতা কামাল হচ্ছে আমার আব্বুর আপন চাচাতো ভাই। আমার বাবারা দুই ভাই, আমার চাচারা বিগত অনেক বছর ধরে আমাদের সম্পদ নিজেরাই ভোগ করে চলছেন। আমাদের সম্পূর্ণ বাড়ির জায়গা হচ্ছে মোট সাড়ে তিন কানি। আমাদের বাড়ির সম্পূর্ণ জায়গার সবটুকুই প্রায় উনিভোগ করে আমাদেরকে ভোগ করার জন্য সুযোগ দেয় না। বিগত ২-৩ মাস যাবত আমরা তাকে বলতে লাগলাম আমাদের সম্পদ আমাদেরকে বুঝিয়ে দিন আমাদের দাদাজান মারা গেছেন অনেকদিন হয়ে গেছে। যখন আমরা চাচাজান কেবলই আমাদের জায়গা বুঝিয়ে দেয়ার জন্য তখনই চাচাজান আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে ঘুরিয়ে রেখেছেন।

আমাদের পরিবারের উপর উনার হুমকি রয়েছে, এমনকি আমাদের আসবাপত্র উনি না দেখিয়ে নিয়ে যায়। আমাদের বৈদ্যুতিক লাইন কেটে দেয়। নিয়মিত এভাবেই আমাদের কষ্ট দিতে থাকে। এভাবে হঠাৎ করে ঐদিন রাতে আমাদের সবগুলো দরজাতে বাহির থেকে তালা মেরে সমস্ত ঘরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সবাই ঘুমন্ত এর মধ্যে আমি সজাগ হয়ে যায় আমি দেখি ঘরের উপরে আগুন জ্বলতেছে অতঃপর আমার খাটের নিকট আগুন চলে এসেছে, ওই মুহূর্তে আমরা ঘরে তিনজন ছিলাম অতঃপর আমরা কোন ভাবে ঘর থেকে বেরিয়ে যাই।

গভীররাত হওয়াতে অনেক চিল্লাচিল্লি করার পরেও আশেপাশের মানুষদের হওয়াতে মিনিমাম ৫ মিনিট হয়ে গেছে এর মধ্যে ঘরের সব কিছু যাবতীয় যা কিছু ছিল সব পুড়ে নিমিষেই ছাই হয়ে গিয়েছে। ঘর থেকে আমরা একটা সুতা পরিমাণ নিয়ে বের হওয়ার সুযোগ পায়নি শুধু নিজেদের জীবন টাকে রক্ষা করতে আমরা বারান্দার দরজা ভেঙে ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়েছিলাম।

অতঃপর একপর্যায়ে আমরা নেতা কামালের কাছে অভিযোগ করি, নেতা কামাল আমাদের জানাই যে উনি আমাদের সঙ্গে আছেন উনি আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্য নেতা কামাল আমাদেরকে পূর্ব সহযোগিতা করেছেন যখন ঘরে আগুন জ্বলতেছিল তখন ফায়ার সার্ভিস বৈদ্যুতিক ম্যানেজমেন্ট এই এগুলো উনি হ্যান্ডেল করেছিলেন। যদিও ফায়ার সার্ভিস আসার পূর্বেই আমাদের সবকিছু করে তছনছ হয়ে গিয়েছে।

সকালবেলা আমরা থানায় অভিযোগ করতে যাই, থানার ওসি মহোদয় আসেন পরিদর্শন করতে। থানায় আমরা মামলা করতে চাইলাম কিন্তু থানার কর্তৃপক্ষ আমাদের মামলা গ্রহণ করবেন না। তারা শুধু আমাদের কথার উপরে একটা জিডি করে নিয়েছেন। থানার কর্তৃপক্ষ জানায় আপনাদের সম্পূর্ণ বিষয়টি নেতা কামাল দেখবেন ‌ আপনাদের সমস্যা সম্পর্কে আমরা কোন হস্তক্ষেপ করবো না। তখন আমরা নেতা কামালের সাথে আবার দেখা করে বিষয়টি সম্পূর্ণ জানালে কামাল কোন ব্যবস্থা নিচ্ছেন না।

আজকে চার দিন হয়ে যাচ্ছে, অতঃপর আমরা কামালের নিকট আবার চলে যাই একটা সময় কামাল আমাদের জানিয়ে দেয় আমাদের হাতে কিছু করার নেই। অতঃপর আমরা ব্যর্থ হয়ে বাসায় ফিরলাম এরপরে কুমিল্লা কোট থেকে তদন্ত করার জন্য একজন অফিসার আছে। কুমিল্লা থেকে আসা তদন্ত অফিসার মহোদয় সবকিছু বুঝতে পারেন এবং এটাকে করেছে সন্দেহভাজন ভাবে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করেন এর মধ্যে তার কাছে একটা ফোন আসে, অতঃপর তিনি আর মামলা নিতে চাননি আর কাউকে গ্রেফতার করেন নি।

পুড়ে যাওয়া ঘরের কিছু অংশ

বিগত পাঁচদিন ধরে আমরা পুলিশের দরগায় ঘুরতেছি তাদের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। পুলিশের নিকট গেলে তারা বলে কামাল নেতার কাছে যাওয়ার জন্য, আর কামাল নেতার কাছে আসলে তিনি বলেন পুলিশের নিকট যাওয়ার জন্য অতঃপর আমরা কোথাও ঠাঁই পাচ্ছি না।

আমি তাসলিমা কলেজে পড়ি, আমার চাচতো ভাই আমাকে হুমকি দিচ্ছে এসিড মেরে জ্বালিয়ে দিবে। আমাদের বংশ নির্বংশ করে দেবে বলে হুমকি দিচ্ছে তারা আমাদের। সম্পূর্ণ বিষয়ে আমরা পুলিশকে ইনফরম করেছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা চাইনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানানোর জন্য অতঃপর আমরা কোন জায়গা থেকে সহযোগিতা না পেয়ে কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে তথ্যগুলো দিতে বাধ্য হলাম। আমরা সরকারের নিকট সাহায্য প্রার্থনা করছি আমাদের বিষয়টি উচ্চপর্যায়ে দেখার জন্য আবেদন করছি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল বলেন, এখন আমাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান এবং থানায় একটি অভিযোগপত্র দায়ের করার চেষ্টা করেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news