ডোমারে পদ্মাসেতু উদ্বোধনের সময় জন্ম : নাম পদ্মা ও সেতু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে পদ্মাসেতু উদ্বোধনের সময় জন্ম : নাম পদ্মা ও সেতু

বাঙালি জাতির আবেগ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের শুভক্ষণে নীলফামারীর ডোমারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছে দুই সন্তান। তাদের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। নবজাতকদ্বয় ও প্রসূতি মায়েদের জন্য দোয়া চেয়েছেন পরিবার এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

শনিবার (২৫শে জুন) আনুমানিক বেলা ১২টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান অপারেশন সেকশনে উপজেলার ছোটরাউতা গ্রামের আলিম ও রোজিনা দম্পতির কোল আলো করে জন্মলাভ করে এক কন্যা সন্তান।

অন্যদিকে তার কিছুক্ষণ পর উপজেলার দক্ষিণ আমবাড়ী এলাকার সাদিক ইমরান ও আরফানা আক্তার দম্পতির কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। এসময় নবজাতকদ্বয়ের পরিবারের সম্মতিতে কন্যা সন্তানের নাম পদ্মা ও পুত্র সন্তানের নাম সেতু রাখা হয়।

দুপুরের দিকে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র পক্ষ থেকে বাঙালির স্বপ্নের সেতুর উদ্বোধনের শুভক্ষণে জন্মগ্রহণ করা দুই সন্তান ও প্রসূতি মায়েদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। রোগীর খোঁজখবর নেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এছাড়া প্রসূতি মা এবং নবজাতক দুই সন্তানের জন্য দোয়া কামনা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান সহ দায়িত্বরত চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news