পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালী

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ জুন, ২০২২, ১ year আগে

পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালী

বাঙালি জাতির স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু কন্যা, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার, সফল ও সাহসী নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫শে জুন) বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবারের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সভাপতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, মেহের উল হোসেন রিসু, যোগেন্দ্রনাথ রায়, আসাদুজ্জামান আসাদ, হারুন অর রশীদ, মো. আব্দুল আজিজ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সহকারী শিক্ষিকা মেহেরুন আক্তার পলিন, মনিরা খাতুন, ফাতেমা আক্তার রুমা প্রমূখ।

আলোচনা সভায় পদ্মাসেতু নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে দুর্দান্ত সাহসী নেতৃত্বের মাধ্যমে উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া পদ্মা সেতু সম্পর্কিত যাবতীয় তথ্যাদি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষকরা।

​​​​​​পত্রিকাএকাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news