বানিয়াচংয়ে ৮কেজি গাঁজাসহ মহিলা ব্যাবসায়ী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

২৫ জুন, ২০২২, ১ year আগে

বানিয়াচংয়ে ৮কেজি গাঁজাসহ মহিলা ব্যাবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৮কেজি গাঁজাসহ এক মহিলা ব্যাবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মহিলা হলো বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করচা গ্রামের মোঃ তাজুল ইসলামের স্রী মনোয়ারা বেগম(৩৫)।

আজ (শক্রুবার) মাদক ব্যাবসায়ী মনোয়ারাকে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়,বানিয়াচং উপজেলায় মদ,গাজা,ইয়াবাসহ বিভিন্ন ধরনর মাদক দ্রব্যের একটি সিন্ডিকেট রয়েছে।

আর এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থায় এসব মাদক বিক্রি করে আসছিলেন। এসব মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়ে তাদের অভিযান পরিচালনা করে মদ,গাজা,ইয়াবাসহ বেশকিছু ব্যাবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

কিন্তু তারপরও থেমে থাকেনি এসব মাদক ব্যাবসায়ীদের মাদক ব্যাবসার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গতকাল ২৩জুন (বৃহস্পতিবার) ২০২২ইং গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই ফারুক হুসেন, এএসআই রিমন ঘোষসহ একদল পুলিশ বিলাক সোয়া ৪টায় করচা গ্রামের তাজুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে ৮কেজি গাঁজা উদ্ধার করে তাজুল ইসলাম স্রী মনোয়ারা বেগম গ্রেফতার করেন।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হুসেন এসবের সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকসহ বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতারসহ সকল ধরনের নাগরিক সেবা দিতে পুলিশ তৎপর রয়েছে এবং তারা তাদের এই অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।

পত্রিকাএকাত্তর /রুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news