নড়াইলে রেল প্রকল্পের নারানদিয়া এলাকায় আল্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৮ জানুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে রেল প্রকল্পের নারানদিয়া এলাকায় আল্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আল্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে শনিবার (৮ জানুয়ারি) দুপুরে নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়ের সভাপতি বিকাশ বিশ্বাস, মেম্বার ফণিভূষণ বিশ্বাসসহ অনেকে।

বক্তারা বলেন, নির্মাণাধীন পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় ১২২ নম্বর পয়েন্টে নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আল্ডারপাস করা হয়নি। সমতল থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় বালি ভরাটের ফলে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য আনা-নেয়াসহ প্রতিনিয়ত চলাচলে সমস্যা হচ্ছে। ফলে নারানদিয়া, কৃষ্ণপুর ও পুরুলিয়া এলাকায় প্রায় দেড় হাজার মানুষ সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন-এটাই আমাদের প্রত্যাশা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news