ফেসবুক ফেক আইড়ির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

২২ জুন, ২০২২, ১ year আগে

ফেসবুক ফেক আইড়ির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট এবং কুরুচিপূন্য তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে কোম্পানীগঞ্জ থানায় চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ সাধারন ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, Abdur Rosid, পূর্ব চরহাজারী, তুমি কি জান না,Kamrub Nahar chodury, Rafiq Uz Zaman,চরহাজারী ইউনিয়ন আওয়ামীলীগ, চরহাজারী ইউনিয়ন যুবলীগ, চরহাজারী বিএনপি নামীয় এসব আইডি থেকে ব্যক্তি বিশেষসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মিথ্যা এবং বানোয়াট মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। যার ফলে ভূক্তভোগীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন।

এছাড়াও মানুষের ব্যক্তিগত ছবি দিয়ে দেশ ও রাষ্ট্রবিরোধী নানা গুজব ছড়িয়ে সর্ব সাধারনের মধ্যে আতংক সৃষ্টি করছে। এতে যে কোন সময় বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে।

ভূক্তভোগী ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ জিডির বিষয়টি উল্লেখ করে বলেন, আইনিভাবে এসব ফেক আইডি সনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন। আমরা চাই সমাজ থেকে তথ্য সন্ত্রাস এবং ফেক ফেসবুক আইডি দুর হোক।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার এবং ব্যক্তি বিদ্বেষ মিথ্যা বানোয়াট তথ্য প্রচার হচ্ছে মর্মে একটি সাধারন ডায়েরি আমরা অন্তর্ভূক্ত করেছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পত্রিকাএকাত্তর /আবু সাঈদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news