পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

চরফ্যাশন থানা প্রতিনিধি

২২ জুন, ২০২২, ১ year আগে

পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের মামুন (৩৫) বুধবার (২২ জুন) সকালে পুকুরে মাছ ধরতে নামলে তার জালে উঠে আসে এক বিরল প্রজাতির মাছ।

মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ। শরীরে বাদামি রং, সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট-কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন ‘টাইগার মাছ’।

মাছটি ধরা পড়ার পর থেকে এটি দেখতে বাড়ির আশপাশের লোকজন ভিড় জমায়। মাথা থেকে লেজ পর্যন্ত ৩২ ইঞ্চি লাম্বা মাছটির ওজন প্রায় ৮০০ গ্রাম। মামুন জানান পুকুরের পাশ দিয়ে খাল বয়ে যাওয়ায় খাল থেকে মাছটি পুকুরে ঢুকতে পারে।

মৎস্য কর্মকর্তা বলেন মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। মাছটি না মেরে নদীতে অবমুক্ত করে দেয়ার পরামর্শ দেয় মৎস্য কর্মকর্তা।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news