তোফায়েলকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ জুন, ২০২২, ১ year আগে

তোফায়েলকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন

গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডোমার উপজেলা পরিষদ মাঠে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণকে লাঞ্ছিতকারী, ফ্রিডম পার্টির সাবেক নির্বাচন সমন্বয়কারী, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে জেলার ৬টি উপজেলা ইউনিটের কমান্ডারবৃন্দ।

মঙ্গলবার (২১শে জুন) সকাল ১১টায় নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন—নীলফামারী সদর উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.এ. কবির (দুলু), কিশোরগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গণেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সৈয়দপুর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, জলঢাকা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমান, জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান স্টালিন প্রমূখ সহ জেলার প্রত্যেক উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

লিখিত বক্তব্যের মাধ্যমে জানানো হয়, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গত ২৬শে মার্চ ডোমার উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গত ৩১শে মার্চ রাতে নীলফামারী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তোফায়েলকে দলীয় পদ অর্থাৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য থেকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরদিন ১লা এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ। পরবর্তীতে গত ৭ই মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সভায় তার অব্যাহতি পুনর্বহাল রাখে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সাথে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধাগণ বলেন, দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাঞ্ছনা করার কারণে তোফায়েল আহমেদকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমরা চাই, তাকে যেন স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news