সড়কের গর্ত ভরাট করতে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জুন, ২০২২, ১ year আগে

সড়কের গর্ত ভরাট করতে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান

নীলফামারীর ডোমার উপজেলার ডোমার বাজার থেকে চিলাহাটি সড়কের কুড়ারহাট বাজার পয়েন্টে ভারী যানবাহন চলাচল করায় বড় বড় গর্তে পরিণত হয় সড়ক। সেই গর্ত ভরাট করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোদাল হাতে নিলেন খোদ ইউপি চেয়ারম্যান।

রবিবার (১৯শে জুন) বিকালে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হলহলিয়া কুড়ারহাট বাজারে দুর্ঘটনা প্রতিরোধে সড়কের গর্ত ভরাট করতে এগিয়ে আসেন জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হাবিব বাবু। তিনি গতকাল রাতেও সাময়িক সময়ের জন্য গর্ত ভরাটে এলাকাবাসীর সাথে যোগ দেন।

চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে খুশি হয়ে স্থানীয় বাসিন্দা ফজলু হক জানান, আমাদের ইউনিয়নের এমন একজন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত। আমরা চেয়েছিলাম আমাদের চেয়ারম্যান জনগণের সুখে-দুঃখে এগিয়ে আসবেন। অবশেষে এমন একজনকে পেয়েছি। তাকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাখাওয়াত হাবিব বাবু বলেন, এই ইউনিয়নের প্রত্যেক সমস্যা নিরসনে আমি এগিয়ে আসার চেষ্টা করেছি। আজকেও এর ব্যতিক্রম কিছু নয়। আমি জনপ্রতিনিধি হয়েছি জনগণের জান-মালের নিরাপত্তা, তাদের পাশে থাকার জন্য। আমার জনবান্ধব কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news