সিসি ক্যামেরায় চোর দেখা গেলেও গ্রেপ্তার সম্ভব হয়নি

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

১৯ জুন, ২০২২, ১ year আগে

সিসি ক্যামেরায় চোর দেখা  গেলেও গ্রেপ্তার সম্ভব হয়নি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ইদানিং মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। শনিবার উপজেলার মীরগঞ্জ হাটের মুরগিহাটি হতে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এনিয়ে গত ৩ মাসের ব্যবধানে মীরগঞ্জ হাট হতে ৯টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। স্থানীয় রাজু মিয়ার বাসার সিসি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলসহ চোর দেখা গেলেও পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।

মোটরসাইকেল চালক রিফাত জানান, শনিবার সন্ধ্যায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে মুরগি কেনার জন্য মুরগিহাটিতে যায়। আনুমানিক ৫ মিনিট পর এসে দেখে তার লাল কালো রঙের বাজাজ মোটরসাইকেলটি ওই স্থানে নেই। তাৎক্ষণিক বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে আর মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

মীরগঞ্জ হাটের ব্যবসায়ী আশরাফুল মিয়া জানান, বেশ কিছুদিন ধরে ফের মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত ৩ মাসের ব্যবধানে এটিসহ ৯টি মোটরসাইকেল চুরি হয়েছে। চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করতে না পারলে মোটরসাইকেল নিয়ে হাট-বাজার করা বন্ধ হয়ে যাবে। তিনি হাটের দিন করে ভ্রামম্যান গ্যারেজ চালুর দাবি জানান।

হাট ইজারাদার রানা মিয়া জানান, হাটের দিনে টহল অব্যাহত থাকে। মোটরসাইকেল সিন্ডিকেটের সদস্যরা অত্যন্ত চালাক। হাটের আশপাশ অনেক বাসায় সিসি ক্যামেরা রয়েছে। থানা পুলিশের সাথে কথা হয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত হোসেন জানান, স্থানীয় রাজু মিয়াসহ একাধিক ব্যক্তির বাসার সিসি ক্যামেরার ফুটেজে চোরসহ মোটরসাইকেলটি দেখা গেলেও চোরের মুখে মাস্ক থাকায় সঠিকভাবে সনাক্ত করা সম্ভব হচ্ছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে চোর সনাক্ত করা সম্ভব হবে।

পত্রিকা একাত্তর /মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news