ডোমারে কৃষি উপকরণ বিক্রেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে কৃষি উপকরণ বিক্রেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি উপকরণ বিক্রেতাদের মাঝে‘জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯শে জুন) সকাল ১০টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি সংস্থা ‘জানো’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বকুল ইসলাম, জানো প্রকল্পের ‘কেয়ার বাংলাদেশ’ প্রতিনিধিনীহার কুমার প্রামানিক, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. শরিফ আহম্মেদ শাহ্, ফিল্ড অফিসার রুখসানা বেগম প্রমুখ।

প্রসঙ্গতঃ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায়, কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং জানো প্রকল্প রংপুর ও নীলফামারীর ৭ টি উপজেলায় একযোগে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা করে আসছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news