কক্সবাজার শংকর মঠ কর্তৃক গীতাযঙ্গ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

কক্সবাজার শংকর মঠ কর্তৃক গীতাযঙ্গ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের প্রাণপুরুষ যোগাচার্য্য পরমহংস শ্রী শ্রী স্বামী জ্যােতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৩ তম শুভ আবির্ভাব স্মরনে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযঙ্গ ও মহতী ধর্মসভা অনুষ্টান অনুষ্টিত হয়।

গত ৬ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুভ মাঙ্গলিক অধিবাসের মাধ্যমে অনুষ্টানের শুভ উদ্বোধন হয়। সকাল ৯ টায় শ্রীমদ্ভগবদগীতা ও নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। অনুষ্টানের প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কার্যকরী সভাপতি,পরিচালনা কমিটি- শংকর মঠ ও মিশন ঘোনাপাড়া। বিশেষ অতিথি, বাবু উদয় শংকর পাল মিঠু সহ-সভাপতি পরিচালনা কমিটি- শংকর মঠ ও মিশন ঘোনাপাড়া।প্রবীর কান্তি পাল,বাবু পুলিন চন্দ্র ধর,বাবু সুরঞ্জিত শর্মা স্বপন,বাবু দীলিপ পাল, বিশ্বজিত পাল বিশু, দিপ্তী শর্মা,লিটন কান্তি পাল, প্রমুখ আরো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের নেতৃবৃন্দ।

রুবেল শর্মার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সজল কান্তি পাল,সভাপতি গীতাযঙ্গ উদযাপন পরিষদ ২০২২ শংকর মঠ ও মিশন ঘোনারপাড়া,কক্সবাজার। রাত ৮:৩০ মিনিটে গীতাযঙ্গের শুভ অধিবাস কীর্তনের মাধ্যমে অনুষ্টানের মহতী ধর্মসভা অনুষ্টিত হয়।।

এদিকে পরের দিন সকালে ৭ই জানুয়ারি ভোর বেলায় ব্রাম্মমুহুর্তকে মাঙ্গলিক শঙ্খ ধ্বনির মাধ্যমে উষা কীর্তন ও শ্রী শ্রী চন্ডি পাঠের মধ্যমে কাজের পাঠপরিক্রমা শুরু হয়। সকাল ৯:৩০ টায় বিশ্বক্যালন শ্রী শ্রী গীতাযঙ্গ শুভারম্ভ হয়। দুপুরে ভক্তের মিলন মেলা দেখা যায় ও মহা প্রসাদ আস্বাদনের মধ্যে গীতাযঙ্গের পরিসমাপ্ত ঘটে।

গীতাযঙ্গ ও ধর্মসভায় পৌরোহিত্য করেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের প্রাণপুরুষ যোগাচার্য্য পরমহংস শ্রী শ্রী স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। অনুষ্টানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করে আলোকিত করে বিভিন্ন শংকর মঠ ও মিশনের মহারাজবৃন্দ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news