পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে আহত–১০

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে আহত–১০

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ই জানুয়ারী) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বোড়াগাড়ি হাট সংলগ্ন চামারপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্টো'র কাছে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. এমদাদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক। ভোটগ্রহণ চলাকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে বাকবিতন্ডা হয় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মাঝে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চামারপাড়া মোড়ে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ও মারামারিতে জড়িয়ে পড়ে। স্থানীয়রা মারামারি থামানোর চেষ্টা করে দুই পক্ষকে দুইদিকে সরিয়ে দিলেও উভয়পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু করে। এতে উভয় পক্ষের ও পথচারী সহ ১০ জন আহত হয়েছে।

আহতরা হলেন– মটুকপুর এলাকার জিয়ন (২৫), মাহবুর রহমান বাবু (৫০), সুইট (২৫), সাকিব (২২), দক্ষিণ মটুকপুর এলাকার আহম্মদ আলী (৫০), নুরুজ্জামান সাবু (৩৮), মিলন ইসলাম (২১), উত্তর মটুকপুর এলাকার নুরনবী (২৮), মনিহারি পাড়ার আবেদ (২০) ও পূর্বপাড়ার জানু ইবনে আজিজ (৩২)।

আহতদের মধ্যে সাকিব ও আবেদের অবস্থা গুরুতর হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিয়া তাসনিম জানান, শরীরে আঘাত নিয়ে ১০ জন মেডিকেলে ভর্তি হয়। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদের রংপুর মেডিকেল পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মারামারির খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দুই পক্ষকে শান্ত থেকে আইন অনুযায়ী কাজ করার পরামর্শ দেই। এক পক্ষ অভিযোগ দিয়েছে ও অপর পক্ষ অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা প্রহণ করা হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news