ডোমারে নেসকোর ম্যাজিস্ট্রেটের ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৭ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে নেসকোর ম্যাজিস্ট্রেটের ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নীলফামারীর ডোমারে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর রংপুর বিভাগের দ্বায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওয়াছ কুরুনী খাঁন চৌধুরীর বিরুদ্ধে ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে বেপরোয়া ঘুষ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষােভ করেছেভূক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা।

শুক্রবার (১৭ই জুন) সকাল ১১টায় ডােমার কেদ্রীয় শহীদ মিনার চত্বরে ভুক্তভােগী বিদ্যুৎ গ্রাহক সমিতির ব্যানারে আয়ােজিত মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশে গােলাম কুদ্দুস আইয়ুব’র সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, এই উপজেলায় নেসকোর দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী নানাবিধ অপকর্মে এমনিতেই দিশেহারা। তার উপর অত্যাচারের নতুন মাত্রা হিসেবে যােগ হয়েছে রংপুর বিভাগের জন্য নিযুক্ত ম্যাজিষ্ট্রেট ওয়াছ কুরুনীর ঘুষ বানিজ্য। বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দূর্নীতি নিয়ন্ত্রনের জন্য তার কাজ করার কথা থাকলে ও ম্যাজিষ্ট্রেট ওয়াছ কুরুনী বিচারকার্যের মতাে মহান পেশার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নীতি ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে নিজের হীনস্বার্থ হাসিলের নেশায় মেতেে উঠেছেন।

এবিষয়ে ডোমার বড়রাউতা পেট্রোলপাম্প এলাকার আব্দুল হাই বলেন, আমার মাত্র ৩২’শ টাকার একটি বিদ্যুৎ বিল বাকি থাকার অজুহাতে আমার বিরুদ্ধে ৩ লাখ টাকা ক্ষতিপুরণের মামলা করেন দ্বায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। পরবর্তীতে আদালতে গেলে তিনি ১ লাখ টাকা উৎকোচ দাবী করেন। এরপর তারই নির্দেশনায় তার নিযুক্ত দালালের মাধ্যমে ৫৫ হাজার টাকায় দফারফা করতে বাধ্য হই। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তার নির্ধারিত দালালের মাধ্যমে ৫৫ হাজার টাকা উৎকোচ নিয়ে সরকারী কোষাগারে মাত্র ৫ হাজার টাকা জমা দেয়ার আদেশ দেন।

অপর ভুক্তভোগী আজিজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম বলেন, তিনি অত্র বিভাগের দ্বায়িত্ব গ্রহণের পর থেকে সাধারন গ্রাহককে কথিত মামলার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় করছেন। অনেকটা প্রকাশ্যেই এই ঘুষ বানিজ্য করে সম্পদের পাহাড় গড়লেও দেখার যেন কেউ নাই। আমার ২১ হাজার টাকা বকেয়ার দায়ে আমার বিরুদ্ধে ৫ লাখ টাকার মামলা দেয়। ধার্য তারিখে তার অফিসে গেলে ম্যাজিষ্ট্রেট ওয়াছ কুরুনী সরাসরি আমার কাছে ১ লাখ টাকা উৎকোচ দাবী করে মামলা দফারফা করার প্রস্তাব দেয়। মামলা রফাদফা না করলে তার স্বামীর নামে গ্রেফতারী পরোয়ানা জারির হুমকি দিলে আমি বাধ্য হয়ে ১ লাখ টাকা ঘুষ দিয়ে মামলা নিষ্পত্তি করি। আমাকে ১০ হাজার টাকা দিয়ে নির্দেশ দিয়ে বলেন এই টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য।

এসময় বক্তারা আরও বলেন, এই অনৈতিক কর্মকান্ডের প্রধান টার্গেট ব্যবসায়ী, কৃষক, হতদরিদ্র ও অশিক্ষিত শ্রেনীর বিদ্যুৎ গ্রাহকরা। তিনি বেছে বেছে এসকল গ্রাহকের নামে নানা ছুঁতা খুঁজে বের করে তাদের নামে ৫/৭ লাখ টাকার কথিত মামলা চাপিয়ে দিয়ে তার নিযুক্ত দালাল বাহিনীর মাধ্যমে ৫০ হাজার থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে আপোষরফা করে বিচার বিভাগকে কুলষিত করেছেন। তার মামলার ফাঁদে পড়ে অসহায় ভূক্তভোগীরা গরু বাছুর, ছাগল, ভ্যান এমনকি ১২ দিন বয়সের দুধের বাছুর রেখে প্রাণপ্রিয় গাভীটি পর্যন্ত বিক্রি করে ম্যাজিষ্ট্রেটকে উৎকোচ দিয়েছেন। তার এহেন কর্মকান্ডের জন্য তাকে নেসকোর কসাই হিসাবে আখ্যায়িত করেছেন বক্তারা।

এবিষয় বিদ্যুৎ গ্রাহক সমিতির আন্দোলনকারী নেতা গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, ম্যাজিষ্ট্রেট ওয়াছকুরুনী প্রকাশ্য ঘুষ বানিজ্যের বাজার খুলে বসেছে। এ যেন দেখার কেউ নাই। তিনি ভুক্তভোগীর নিকট থেকে নেয়া উৎকোচের টাকা ফেরতের জোড় দাবী জানান।

এবিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল বলেন, নেসকোর নির্বাহী প্রকৌশলী একজন অথর্ব, তার অফিসও ঘুষের বাজার খুলে বসেছে। তার ইন্ধনে এসব অনিয়ম-অপকর্ম চলছে, দীর্ঘদিন ধরে এতো অনিয়ম অপকর্ম হলেও তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে কেন জানাননি এমন প্রশ্ন করেন তিনি।

বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ডোমারের নেসকোর বিরুদ্ধে নানা অনিয়ম এবং দূর্নীতির ব্যাপারে আগে থেকে আমি অবগত। কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের এহেন দূর্নীতিতে আমি ও আমার দল ক্ষুব্ধ এবং হতভম্ব।

পরিশেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে ফিরে এসে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

এবিষয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর মুঠোফোন নম্বরে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্যে প্রদান করা সম্ভব হয়নি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news