ডোমারে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৬ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার চোরাচালান, মাদক, সন্ত্রাস ও নাশকতা রুখতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুন) দুপুরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমূখ সহ ডোমার থানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সতর্ক থাকার আহ্বান করেন।

সভাপতির বক্তব্যে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম বলেন, প্রতি মাসের মতো ডোমারের আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে। যাতে করে আগামী ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে। কোনোভাবেই যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিলক্ষিত না হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news