রহনপুরে বখাটেদের উপদ্রব, বেড়েছে ইভটিজিং

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৬ জুন, ২০২২, ১ year আগে

রহনপুরে বখাটেদের উপদ্রব, বেড়েছে ইভটিজিং

সকাল ০৬টা থেকে শুরু হয়ে প্রায় ০৯টা ও ১০টা পর্যন্ত আবার বিকেল ০৩টায় শুরু হয়ে সন্ধ্যা ০৭টা পর্যন্ত চলে কোচিং সেন্টার ও প্রাইভেট টিউটরদের কাছে টিউশনি। স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষকের কাছে এসময় গুলোতে এ ছাড়াও স্কুল ও কলেজ শুরু ও ছুটির পর কখনো একাকী,কখনো দলবেঁধে পড়তে আসে এবং স্কুল ও কলেজে যেতে হয়।

মাঝে মাঝে অবশ্য তাদের সাথে কিছুকিছু অভিভাবক থাকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার চিত্র এটি। ছাত্রীদের যাওয়া আসার সময়গুলোতে রাস্তার বিভিন্ন মোড়ে উঠতি বয়সের কিছু কিশোর ও যুবক দলবেঁধে দাঁড়িয়ে থাকে এবং সুযোগ বুঝে উত্ত্যক্ত করে।

এছাড়াও ১টি মোটরসাইকেল ২/৩ জন করে ছাত্র/বখাটে কিশোর ও যুবকরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীদের শরীরে ঠেকিয়ে আবার কখনও গতিরোধ করে উত্ত্যক্ত করে। শিক্ষার্থীরা নিরবে মুখ বুজে মাথা নিচু করে তাদের উপদ্রব সহ্য করে গন্তব্যে চলে যায়।

রাস্তাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রহনপুর পৌর এলাকার আইডিয়াল স্কুল সংলগ্ন রোড,উপজেলা পরিষদের গেট হতে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় অভিমূখী রোড, উপজেলা পরিষদের দক্ষিন দিকে কম্পিউটার সেন্টার হয়ে সমাজসেবা অফিস রোড, স্টেশন বাঁশপট্টি হয়ে স্লুইস গেট রোড, রহনপুর বাজার গোলা মাঠ, উপজেলা রাজস্ব অফিস ও মহিলা কলেজ সংলগ্ন (পুকুর ভরাট) মাঠ,শেখপাড়া মোড়, নুনগোলা বাসস্ট্যান্ড এলাকা,মাদ্রাসা মোড় হতে রেলওয়ে ব্রীজ পার হয়ে স্টেশন অভিমূখী রোডগুলোতে হরহামেশাই এসব ছাত্রবেশী বখাটেদের দেখা মিলে।

রহনপুরে বর্তমানে উঠতি বয়সের কিশোরদের বেশ কয়েকটি গ্যাং সৃষ্টি হয়েছে। এরা মেয়েদের উত্ত্যক্ত করার পাশাপাশি কথায় কথায় যেখানে সেখানে গন্ডগোলসহ মূহুর্তের মধ্যে সঙ্গীদের হাজির করে মারপিটে জড়িয়ে পরে। রহনপুর এলাকায় পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। যাতে ঐ সকল বখাটেরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সচেতন অভিভাবক মহল মনে করেন শিক্ষকদের নিকট প্রাইভেট পড়ার সময়টা বেশীরভাগ সময় রাস্তাঘাট জনশূন্য থাকে। কারণ ভোর ০৬ টায় প্রাইভেট ধরতে হলে ছাত্রীদের আরো আগে বের হতে হয়। সে সময়টা অন্ধকার থাকে।

আবার দুপুর ০২ থেকে ০৩ টায় প্রাইভেট ধরতে কাঠফাঁটা দুপুরে যখন ছাত্রীরা বের হয় তখন রাস্তায় মানুষের দেখা কম মিলে। ফলে কোচিং সেন্টার ও প্রাইভেট টিউটরদেরও উচিত প্রাইভেটের সময়গুলো পরিবর্তন নিয়ে আসা। এ ছাড়াও উঠতি বয়সের কিশোর যুবকদের দ্রুত গতিতে রাস্তায় মোটরসাইকেল চালনার বিষয়টিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

সম্প্রতি রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কিশোর গ্যাং কর্তৃক কয়েকটি মারামারির ঘটনা ঘটেছে। এতে করে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন নিরীহ ছাত্রকে মারধরের শিকার হতে হয়েছে। অভিভাবকগণ বর্তমানে এনিয়ে আশংকায় রয়েছেন।

এ বিষয়ে কথা হয় অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজমের সাথে। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং অতিদ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে এ প্রতিনিধিকে জানান।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন,পুলিশ প্রশাসন,রহনপুর পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলে উত্যক্তকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। আর হাতেনাতে ধরতে পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের সাজা দেয়া হবে।

পত্রিকাএকাত্তর / ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news