খোকশাবাড়ী ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ জুন, ২০২২, ১ year আগে

খোকশাবাড়ী ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী
বেসরকারি ফলাফলে নবনির্বাচিত খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়।

নীলফামারী সদর উপজেলার ৩নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থী প্রশান্ত রায় নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ই জুন) বিকালে ৩নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন—নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ্জামান। এতে ৪ হাজার ৯২০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রশান্ত রায় (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশফাউদৌলা সিদ্দিকী খোকন; তিনি পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের ফলাফল—টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মাসুম পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট, টেবিল ফ্যান প্রতীকে শশধর রায় ৩০৯ ভোট, মোটরসাইকেল প্রতীকে তহিদুল ইসলাম ১ হাজার ৭১৪ ভোট, ঘোড়া প্রতীকে মঞ্জুরুল ইসলাম ১২২ ভোট, আনারস প্রতীকে মাসুদ রানা সাবদের ২৭০ ভোট, পঙ্কজ কুমার রায় ১ হাজার ৯৫০ ভোট ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) এর দলীয় মনোনয়নপ্রাপ্ত নাইমুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২২ ভোট।

নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ্জামান জানান, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত খোকশাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়া নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে এসে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে।

উল্লেখ্য, নীলফামারী সদর উপজেলার ৩নং খোকশাবাড়ী ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। এতদিন যাবৎ নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতার কারণে ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news