নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ১নং ওয়ার্ডে (ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলা) সদস্য পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মেহেরুন আকতার পলিন। হরিণ প্রতীকে ২৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (১৭ই অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা অব্ধি ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার ৩টি কেন্দ্রে ভোটগ্রহণের পর দুপুরেই নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ফলাফল ঘোষণা করেন।
এতে সংরক্ষিত নারী আসনের ১নং ওয়ার্ডে সদস্য পদে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুন আকতার পলিন হরিণ প্রতীকে ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য মোছা. রোকসানা পারভীন দীপ্তি। তিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে দোয়াত কলম প্রতীকে মোছা. শ্যামলী আক্তার ১২২ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে মোছা. লায়লা বেগম ২৭ ভোট ও শ্রীমতী সন্ধ্যা রাণী রায় মাইক মার্কায় ২ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের ১নং ওয়ার্ডে তিন উপজেলা মিলে ৪৩৭ জন ভোটারের মাঝে ৪৩৪ জন জনপ্রতিনিধি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পদটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন নারী প্রার্থী।
পত্রিকা একাত্তর / রিশাদ