চলতি অর্থবছরে ডোমারের ৪ সাংস্কৃতিক প্রতিষ্ঠান পাবে মঞ্জুরী

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ জুন, ২০২২, ১ year আগে

চলতি অর্থবছরে ডোমারের ৪ সাংস্কৃতিক প্রতিষ্ঠান পাবে মঞ্জুরী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চারুশিল্প প্রতিষ্ঠান ও থিয়েটার সমূহকে চলতি ২০২১-২২ অর্থবছরের সাংস্কৃতিক মঞ্জুরী প্রদান করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে নীলফামারী জেলা ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ডোমার উপজেলার ৪ সাংস্কৃতিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (শাখা-৭) মো. সগীর হোসেন কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা কালচারাল কর্মকর্তা, জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সরকারি অনুদান প্রদানের প্রাপ্তিস্বীকারের কপি আহ্বান করা হয়েছে।

সাংস্কৃতিক মঞ্জুরীর তালিকায় ডোমার উপজেলার নির্বাচিত ৪ প্রতিষ্ঠান হলো—নীলদীঘি খেলাঘর আসর (৪০ হাজার টাকা), ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (৪০ হাজার টাকা), সুর সংগীত নিকেতন, চিলাহাটি (৪০ হাজার টাকা) এবং সপ্তসুর সংগীত একাডেমি, ডোমার (৪০ হাজার টাকা)।

উল্লেখ্য, নীলফামারী জেলার বাকি ১০টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে একটিতে ৫০ হাজার টাকা, ৭টিতে ৪০ হাজার টাকা করে এবং ২টিতে ৩০ হাজার টাকা করে বরাদ্দ এসেছে। জেলার ১৪টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা সাংস্কৃতিক মঞ্জুরী প্রদান করবে সরকার।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news