মহানবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তি করায় দিনাজপুরে বাংলাদেশ জম'ইয়াতে হিজবুল্লাহ'র মানববন্ধধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

১৪ জুন, ২০২২, ১ year আগে

মহানবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তি করায় দিনাজপুরে বাংলাদেশ জম'ইয়াতে হিজবুল্লাহ'র মানববন্ধধন কর্মসূচি পালন

মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তি করায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ও নিন্দা জানানোর দাবিতে দিনাজপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জম'ইয়াতে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা।

১৪ জুন মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ জম'ইয়াতে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তৃতাকালে বক্তারা বলেন, ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও জিন্দাল বিশ্ব নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছে, আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে সরকারিভাবে রাষ্ট্রীয় প্রতিবাদ ও নিন্দা জানানোর দাবি করছি।

তারা বলেন, ইচ্ছাকৃতভাবে বিধর্মীয় মানুষেরা মহানবী সম্পর্কে যে কটুক্তি করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমরা আমাদের সরকারের মাধ্যমে ভারত সরকারের কাছে ওই দুই জনকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করছি। আমরা গভীর ভাবে লক্ষ্য করছি ভারতীয় মুসলমানরা এর প্রতিবাদ করায় সেখানে মুসলিম নারী পুরুষের উপর বর্বরোচিত হামলা করা হচ্ছে, বাড়িঘর ভেঙ্গে দেওয়া হচ্ছে। মুসলমানরা আজ সেখানে অরক্ষিত অবস্থায় রয়েছে, তাদের উপর চালানো হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, আমরা এসমস্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর বিভাগীয় সদস্য সচিব শাহ আলম সালেহী, দিনাজপুর শাখার সভাপতি আলহাজ্ব শাহ মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান এবং আইয়াম্মে জম'ইয়াতে সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।

পত্রিকা একাত্তর / আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news