আমতলীতে পঞ্চম শ্রেণির ছাত্রকে জিম্মি করে মারধর ও চাঁদা আদায়

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৪ জুন, ২০২২, ১ year আগে

আমতলীতে পঞ্চম শ্রেণির ছাত্রকে জিম্মি করে  মারধর ও চাঁদা আদায়

বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে বখাটে মাদকসেবি মো. সাগর (২০) এ-র ভয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আরাফাত (১১) স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হলদিয়া ইউনিয়নে দক্ষিণ টেপুরা গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে আরাফাত। আরাফাত ৩৬ নং জেবি সেনের হাট সঃ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগর ও তার মা রোকেয়া বেগমের দক্ষিণ তক্তাবুনিয়া সরকারি পরিত্যক্ত আবাসনে সরকারি জমি বন্ধ বস্তু না থাকিলেও তারা ও-ই আবাসনে গায়ের জোড়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তাদের স্হায়ী বাড়ি কোথায় কেউ জাবেনা।সাগর নেশাগ্রস্থ ব্যাক্তি। স্কুল পড়ুয়া শিশুদের ভয়ভীতি ও মারধোর করিয়া তাদের কাছ থেকে টাকা আদায় করিয়া নেশা করাই তার একমাত্র নেশা ও পেশা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ (জুন) বিকালে আরাফাত খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে নেশাগ্রস্থ সাগর আরাফাতকে ধরে আবাসনের পিছনে ঝোপের আড়ালে নিয়ে মারধোর ও বিভিন্ন ভয়ভীতিদেখাইয়া বলে যে, তোর বাবা বাড়িতে যে খানে টাকা রাখে আগামীকাল স্কুলে আসার সময় সেখান থেকে ১০০০/ এক হাজার টাকা নিয়ে আসবি না হলে তোকে খুন করে এ-ই ঝোপের আড়ালে পুঁতে রাখবো। আরাফাত বিষয়টি তার বাবা-মাকে জানাইলে তার বাবা বিয়াজ হাওলাদার ১১ (জুন) সকাল নয়টায় স্কুলে যাবার সময় ছেলের হাতে এক হাজার টাকা নিয়ে স্থানীয় মো. রেজাউল করিম মোল্লা, মো. অহিদুল মোল্লা, মো. রাকিব গাজী ও নাঈম গাজীসহ আরো চার-পাঁচ জনকে ভিকটিমের সামনে ও পিছনে পাঠানো হয়। হলদিয়া অফিস বাজারের পশ্চিম পাশ্ববর্তী পুরাতন আবাসনের সামনে বসে টাকা নেয়ার সময় নেশাগ্রস্থ সাগরকে স্থানীয়রা হাত নাতে ধরে স্থানীয় ভাবে সালিশ বিচার কারার লক্ষে অফিস বাজারের দিকে নিয়ে আসতে সাগরের মা রোকেয়া বেগমের ও সাথী বেগম বাঁশের লাঠি দিয়ে তাদেরকে ধাওয়া করেন এবং অত্যন্ত অশ্লীল ভাষা প্রয়োগ এবং মামলা হামলার ভয় দেখাইলে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশাংকায় সেখান থেকে চলে আসি। এরপর থেকে অজানা আতঙ্ক নিয়ে মেধাবী ওই স্কুলছাত্র স্কুলে যাতায়াত বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্যর সৃষ্টিসহ সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে ওই ছাত্রের বাবা বলেন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের ও স্কুল কমিটির পরামর্শে আমতলী থানায় আসিয়া মো. সাগর (২০), মোসা. রোকেয়া বেগমে (২৮) ও মোসা. সাথী বেগমের (২৫) নামের তিনজনের বিরুদ্ধ একটি লিখিত অভিযোগ করি। সাগরের ভয়ে আমার ছেলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

৩৬ নং জেবি সেনের হাট সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার হালদার বলেন, বিষয়টি অতন্ত্য দুঃখজনক, এর সুবিচার হওয়া দরকার।

আমতলী থানা অফিসার ইনর্চাজ (ওসি) একে এম মিজানুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পত্রিকা একাত্তর /মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news