দশমিনায় কবিরাজের তদবির দিয়ে চোর পাকরাও!

উপজেলা প্রতিনিধি, দশমিনা

উপজেলা প্রতিনিধি, দশমিনা

৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

দশমিনায়  কবিরাজের তদবির দিয়ে চোর পাকরাও!
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে কবিরাজের তদবির দিয়ে এক চোর পাকরাও করার দাবী এলাকাবাসীর।

আজ সকালে ০৯ নং ওয়ার্ডের বেতাগী গ্রামে প্যাদা বাড়ীতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানা জানি হলে শত শত উৎসুক জনতা ঐ বাড়িতে ভিড় করে।

স্থানীয় ও বিভিন্ন সুত্রে জানা যায়, কিছু দিন আগে ক্ষুদ্র ব্যবসায়ী হারুন প্যাদার দোকান থেকে টাকা চুরি হয়, কিছু দিন পরে বাড়ির উঠান থেকে ধান নিয়ে যায় অজ্ঞাত চোর।

অনেক চেষ্টা করে চোর সনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে না পেরে হতাশ হয়ে পড়েন এরই মধ্যে হঠাৎ একরাতে বাড়ির পাশে ডোবায় ভিজিয়ে রাখা দুই বস্তা সুপারি চুরি হয়ে যায়।

কয়েকটি চুরির ঘটনায় হারুন প্যাদা পণ করে যে কোন উপায়ে চোর শনাক্ত করতে হবে। আর এজন্য তিনি এক কবিরাজের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা খরচ করে কবিরাজের তদবির আনে।

আজ সকালে তদবির দেয়া শুরু হলে একই বাড়ির সালাম প্যাদা ছেলে দুলাল প্যাদা চিল্লা পাল্লা করে সকলের সামনে চুরির দায় স্বীকার করে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে চুরিকৃত মালামাল ফেরত দেয়ার আশ্বাস দেয়।

এ ঘটনা জানা জানি হলে শত শত উৎসুক জনতা চোর দেখতে ঐ বাড়িতে ভিড় করে ।

পরে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তি বর্গ বিষয়টি মিমাংশার দায়িত্ব নিয়েছেন ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news