চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে সেনেরহুদা গ্রামের রোহান নিহত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২, ১ year আগে

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে সেনেরহুদা গ্রামের রোহান নিহত

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সিএনজি চালক রায়হানের ছেলে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রোহান হোসেন (১৬) নামের এক কিশোর মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৩ই জুন) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোহান সোমবার বিকালে উথলী রেলস্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনযোগে বন্ধুদের সাথে চুয়াডাঙ্গায় যায়।

সেখান থেকে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে উথলী ফেরার সময় চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে বেলগাছি রেলগেট এলাকায় ট্রেনের সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায় এবং রক্তাক্ত জখম হয়। সিগন্যাল পোস্টে ধাক্কার লাগার সময় সে ট্রেনের বগি থেকে মাথা বের করে মোবাইলে ভিডিও করছিলো বলে জানা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news