নওগাঁর পত্নীতলায় ৫ কেন্দ্রের ফলাফল স্থগিত!

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

নওগাঁর পত্নীতলায় ৫ কেন্দ্রের ফলাফল স্থগিত!
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

পত্নীতলায় ইউপি'র ১১ ইউনিয়নের মধ্যে ৭টি'র পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ, ৪টি'র আংশিক ও ৫ টি কেন্দ্রের ফলাফল স্থগিত।

কন্ট্রোল রুমের ঘোষনা অনুযায়ী নজিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মিন্টু ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদেক উদ্দিন নৌকা প্রতীকে ৩ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন।

দিবর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাহাদ জামান মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৬৯৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল হোসেন আনারস প্রতীকে ৪ হাজার ১৮ ভোট পেয়েছেন।

মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ নৌকা প্রতীকে ৬ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুক ঘোড়া প্রতীকে ৪ হাজার ৯৩৮ ভোট পেয়েছেন।

পাটিচড়া ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সবেদুল ইসলাম রনি আনারস প্রতীকে ৭ হাজার ৯১১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রায়হানুল আলম নৌকা প্রতীকে ৫ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন।

আমাইড় ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চশমা প্রতীকী ৪ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক ৩ হাজার ২৬৭ভোট পেয়েছেন।

শিহারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ঘোড়া প্রতীকে ৭ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে ৬ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।

নির্মল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পত্নীতলা, আকবরপুর, কৃষ্ণপুর ও ঘোষনগর চারটি ইউনিয়নে ৫ টি কেন্দ্রের ফলাফল স্থগিত।

পত্নীতলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম স্বপন আনারস প্রতীকে ৪ হাজার ৯৬১ ভোট পেয়ে এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম মোটরসাইকেল ৪ হাজার ১০৫ ভোট পেয়েছেন। ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।

আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জামান চৌধুরি আনারস প্রতীকে ৪ হাজার ০৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।

কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬ হসজার ৪৮৩ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল মহন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন। ইউনিয়ন কেন্দ্রের ফলাফল স্থগিত।

ঘোষনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ৬ হাজার ৪১৫ ভোট পেয়ে এগিয়ে আছে। ফারজানা চৌধুরী ঘোড়া প্রতীকে ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।

স্থগিত হওয়া পাঁচটি ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে ভোট নেওয়া হবে। এরপর ওই চারটি ইউনিয়নের ফলাফল ঘোষণা হবে।

এছাড়াও নির্বাচনী সংঘর্ষে পুলিশের বেশ কিছু সদস্যসহ সাধারণ মানুষের আহতের খবর পাওয়া গেয়ে। দুটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news