সারা দেশেরন্যায় আজ ১৭/১০/২০২২ তারিখ নেত্রকোণা জেলায় সম্পন্ন হলো জেলা পরিষদ নির্বাচন- ২০২২ এর ভোটগ্রহণ কার্যক্রম। সার্বিক পরিস্থিতি বিবেচনা, ভোটারদের উপস্থিতি ও প্রশাসনের তথ্যমতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই নির্বাচনে নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ভোট যুদ্ধে লড়াই করেন এডভোকেট অসিত কুমার সজল।অন্য দুইজন প্রতিদ্বন্দ্বী হলেন মোছাঃ রহিমা আক্তার ও মোঃ আবু সাহিদ খান জ্যোতি।
নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪৫জন।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট অসিত কুমার সজল আনারস প্রতীক নিয়ে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন।
অন্য দুইজন প্রতিদ্বন্দ্বী মোছাঃ রহিমা আক্তার পেলেন ১৭ ভোট এবং আবু সাহিদ খান পেলেন ১০ ভোট। নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পত্রিকা একাত্তর / মোঃ খোকন