রহনপুর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৩ জুন, ২০২২, ১ year আগে

রহনপুর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু

চাঁপাইনবাবঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ৩ হাজার কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে এই মালবাহী ট্রেনটি। এ উপলক্ষে রহনপুর রেলস্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী প্রধান পরিবহন।

কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, এ বছরের প্রথম রহনপুর থেকে ৩ হাজার কেজি আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করলো। বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পোঁছাবে। সেখান থেকে আম নিয়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। রাত ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় গিয়ে পৌঁছাবে এই ট্রেন। তিনি আরও বলেন, বাজারে আম সরবরাহ থাকা পর্যন্ত ট্রেনটি চলবে। এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, দেশীয় ফলমূলসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সাহিদুল ইসলাম, রহনপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মীর্জা কামরুল হক সহ অন্যরা। এ দিকে বিকেল ৫ টা ১৭ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. ওবায়দুল্লাহ জানিয়েছেন ১৫ মিনিটের মধ্যে এই রেলওয়ে স্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনটি পৌঁছাবে। এর পরে ২২৪ ক্যারেট আম ভর্তি করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে। উল্লেখ্য এ ট্রেনে প্রতি কেজি আম ১ টাকা ৩১ পয়সা খরচে ঢাকায় পাঠানো যাবে।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news