চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার ১৭ই অক্টোবর বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন যথাসময়ে রিটানিং অফিসার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান। ঘোষিত ফলাফলে দেখা যায় আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব নারায়ণ রক্ষিত পেয়েছেন ১১৭ ভোট রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান এই প্রতিবেদককে জানান। ২৪৫৭ ভোটের বিশাল ব্যাবধানে জয়লাভ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর ১৫ টি ভোট কেন্দ্রে সোমবার সকাল থেকে ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৭৩০ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৬৯৬ জন।
এইবার তিন পার্বত্য জেলা ব্যতীত সোমবার দেশের ৫৭ জেলা পরিষদে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ভোট চরে দুপুর ২ টা পর্যন্ত। ভোলা ফেনী জেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই দুই জেলায় কোন ভোট হয়নি। এছাড়া আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
এবার সারাদেশে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯২ জন, মেম্বর পদে ১ হাজার ৪৮৫ জন এবং সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানা যায় , এইবার জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য ও ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন
আপনার মতামত লিখুন :