কেতকীবাড়িতে ১৮৮ ভোট পেয়েছে নৌকার প্রার্থী

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

কেতকীবাড়িতে ১৮৮ ভোট পেয়েছে নৌকার প্রার্থী
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৮৮ ভোট পেয়েছে নৌকার প্রার্থী মো. রবিউল ইসলাম স্বাধীন।

সেখানে ২৩ ভোটের ব্যবধানে ৩ হাজার ৪৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অটোরিক্সা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম রোমান। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল আলম প্রামাণিক ওহাবুল ঘোড়া প্রতিকে ভোট পেয়েছেন ৬০৬টি।

অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ছিলেন– কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন।

অন্যদিকে, ১নং ভোগডাবুরী ইউনিয়নেও নৌকার হাল বেজায় খারাপ হয়েছে। ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকার প্রার্থী মো. হাফিজুর রহমান বকুল পেয়েছেন ৫৪২ ভোট। এখানে, আনারস প্রতিক নিয়ে ৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু।

উল্লেখ্য, গত ৫ই জানুয়ারী উপজেলার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা মার্কার ৩ প্রার্থী, বিদ্রোহী ৩ প্রার্থী, বিএনপি সমর্থিত ২ প্রার্থী ও স্বতন্ত্র ২ প্রার্থী জয়লাভ করেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news