ডোমারে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৩ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখছেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

নীলফামারীর ডোমারে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করার লক্ষ্যে প্রণীত ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জুন) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন—নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন—তথ্য কমিশনের সহকারী পরিচালক (হিসাব ও বাজেট) মো. শাহাদাৎ হোসাইন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক প্রমূখ।

প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তারা বলেন, জনগণের টাকায় সরকার ব্যবস্থা পরিচালিত হয়। সকল আইন জনগণের উপর প্রয়োগ করা হয়। তবে তথ্য অধিকার আইন সরকারের উপর জনগণ প্রয়োগ করে। নির্ধারিত ফরমে আবেদন করা হলেও সাদা কাগজেও আবেদন করা যাবে। বিদেশীরা আবেদন করলেও তথ্য দেওয়া যাবে না। এছাড়া কোন কোন তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষণ করা হয়, সময় অতিবাহিত হলে কোন তথ্য আর দেওয়া যাবে না তার উপর আলোকপাত করেন বক্তারা।

উল্লেখ্য, ডোমার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিক সহ মোট ৬০ জন ডেলিগেট তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

পত্রিকা একাত্তর / রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news