প্রধানমন্ত্রীর কাছে ঘর পাওয়ার আকুতি ভূমিহীন অসহায় শাহনুরের

ভোলা জেলা প্রতিনিধি

১৩ জুন, ২০২২, ১ year আগে

প্রধানমন্ত্রীর কাছে ঘর পাওয়ার আকুতি  ভূমিহীন অসহায় শাহনুরের

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বামী মোঃ হারুন ও দুই ছেলেকে নিয়ে সংসার জীবন তাদের ভালই চলছিল হঠাৎ করে তাদের সংসার জীবনে নেমে আসলো অন্ধকার । স্বামী হারুন আজ ২০/২৫ বছর আগে কাউকে না জানিয়ে জীবিকা নির্বাহের জন্য গেলেন ঢাকায় এই নেমে এলো অশান্তি হারুন ঢাকায় গিয়ে তার স্ত্রী ও ছেলেদের খোঁজ খবর নেওয়া পর্যায়ে ক্রমে বন্ধ করে দিয়েছেন। অনেকদিন যাওয়ার পর লোকমুখে শুনে হারুন ঢাকায় বিয়ে করেছে এই কথা শুনারপর শাহনুর মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

এই দিকে অভাব অনটন তার দরজায় এসে নাড়া দেয়।চোখে মুখে দেখে ধোঁয়াশা। এইভাবে কেটে যায় ২টি বছর। হারুন বিয়ে করে নতুন সংসার পাতে।২ বছর পর শাহনুর ডিভোর্স দিয়ে দেয়। এমন ঘটনাটি ঘটে টবগী ৩ নং ওয়ার্ডের আমীন উদ্দিন হাওলাদার বাড়ীতে। হারুনের বাবা মা ভাই বোন যখন শাহনুর খোঁজ খবর নেন না, তখন শাহনুর তার ২ ছেলেকে নিয়ে উঠলেন তার বাবার বাড়ীতে টবগী ৬ নং ওয়ার্ড আবুল বাজার সংলগ্নে।

অসহায় শাহনুর বেগম জানান- ঢাকায় যাওয়ার পর আমাকে ডিভোর্স দিয়ে নতুন সংসার শুরু করে হারুন। এলাকার গন্যমান্য অনেকের কাছে গিয়েও বিচার পাইনি। মনে অনেক কস্ট নিয়ে ২ ছেলেকে নিয়ে বাপের বাড়ীতে চলে যাই। আমার বাবার অবস্থাও ভালো না তাদের সংসারেই টানাপোড়ন লেগে থাকে। আমি মানুষের হুটহরমাইশ করে কোন রকম ছেলেকে নিয়ে কাটাই। শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জন্য তার নিজস্ব তহবিল থেকে ঘর করে দেন। যদি এমন একটি ঘর পেতাম তাহলে ২ ছেলেকে নিয়ে বাকীটা জীবন শান্তি মত জীবন যাপন করতে পারতাম।

টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদারের দৃষ্টি আকর্ষণ করছি ভূমিহীন অসহায় শাহনুর বেগমের দাবী প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটি ঘর পেলে ২ ছেলেকে নিয়ে বাকীটা জীবন সুন্দরভাবে থাকতে পারতেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news