বিরামপুরে জুয়া খেলার সরঞ্জামদীসহ ৭ জুয়াড়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১২ জুন, ২০২২, ১ year আগে

বিরামপুরে জুয়া খেলার সরঞ্জামদীসহ ৭ জুয়াড়ী গ্রেপ্তার

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদী, নগদ টাকাসহ ৭ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১১ জুন) দিবাগত সাড়ে ১১টায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর আলম সিদ্দিক, এসআই হরিদাস বর্মন, এসআই মামুনুর রশিদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের ৭নং ওয়ার্ডের জনৈক ফারুক হোসেন (৪৫) এর মুরগীর খামারে ফর গুটির মাধ্যমে জুয়া খেলার আসরে অভিযান চালান।

এসময় জুয়াড়ীদের হেফাজতে ও ঘটনাস্থল থেকে জুয়া খেলার ১৮ টি গুটি, ১টি প্লাষ্টিকের তৈরী ফর , ২ টি কালো রংয়ের প্লাষ্টিকের ডাবু, ১টি নীল রংয়ের পলিথিন, ২টি সাদা প্লাষ্টিকের বস্তা, নগদ ২৯,৪৮৭ টাকা, ২টি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন, ৩ চাকা বিশিষ্ট ১টি ইজিবাইক জব্দসহ ৭ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় জ্ঞাত ৩ জন জুয়াড়ীসহ অজ্ঞাতনামা ১০/১২ জন জুয়াড়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, বিরামপুর পৌর শহরের শিমুলতলী (গড়েরপাড়া) গ্রামের মৃত আজিজার রহমানে ছেলে আশরাফুল ইসলাম(৩৬), মৃত মোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে মাহাবুব আলম বকুল (৫০), মৃত আলিমুদ্দিনের ছেলে মনোয়ার (৩৩), ঘোড়াঘাট উপজেলা ঋষিঘাট গ্রামের মুকুল চন্দ্র সরকারের ছেলে শ্রী উত্তম কুমার সরকার (২৭), একই উপজেলার শ্যামনগর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে নওশাদ (৪৫), নবাবগঞ্জ উপজেলার ধরন্দা গ্রামের মৃত জসিমুদ্দিনের ছেলে দবিরুল ইসলাম(৫১), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামের মছির উদ্দিনের ছেলে মাহাবুল(৪৫)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রবিবার (১২ জুন) বেলা ১২ টায় আসামীদের (জুয়াড়ী) দিনাজপুর বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এজাহারনামীয় জ্ঞাত ৩ জন জুয়াড়ীসহ অজ্ঞাতনামা পলাতক জুয়াড়ীদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।এঘটনায় ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং-৬, তাং ১২/০৬/২০২২ইং।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news