দৌলতখানে সামুদ্রিক মাছ জব্দ, চারজনকে জরিমানা

ভোলা জেলা প্রতিনিধি

১১ জুন, ২০২২, ১ year আগে

দৌলতখানে সামুদ্রিক মাছ জব্দ, চারজনকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ভোলার দৌলতখান থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। পরে মেরিন ফিশারিজ আইনে জব্দকৃত মাছ নিলামে তোলে সর্বোচ্চ ৪৪ হাজার টাকা বিক্রি করা হয়।

এসময় মাছ ধরার অপরাধে কবির হোসেন, মিজানুর রহমান,আলম ও দুলাল নামে চারজনকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১০জুন) সন্ধ্যায় উপজেলার বঙ্খালি এলাকা থেকে ওই মাছ জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকার নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ শিকার করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্খালি এলাকা থেকে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মেরিন ফিশারিজ আইনে জব্দ করা সামুদ্রিক মাছ ৪৪ হাজার টাকা নিলামে তোলে বিক্রি করা হয়। এসময় সমুদ্রে ফিশিং বোট দিয়ে মাছ ধরার অপরাধে ওই চারজনকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পত্রিকা একাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news