কঠোর নিরাপত্তা নিশ্চিত করে চলছে বগুড়া জেলা পরিষদ নির্বাচন


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ১৭/১০/২০২২, ৪:০০ অপরাহ্ণ / ৭১
কঠোর নিরাপত্তা নিশ্চিত করে চলছে বগুড়া জেলা পরিষদ নির্বাচন

আজ সোমবার (১৭ অক্টোবর) বগুড়া জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৭টি পদের জন্য লড়বেন ৪৮ জন প্রার্থী।

জানা গেছে, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, মো. সাইফুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মাহমুদ হাসান, এ এস এম জাকির হোসেন। জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র সমূহ, ১ নম্বর ওয়ার্ড শিবগঞ্জ উপজেলা সভাকক্ষ, ২ নম্বর ওয়ার্ড বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুম (মাটিডালি), ৩ নং ওয়ার্ড মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (উলট্ট, কাহালু),

৪ নং ওয়ার্ড ডিএস ফাজিল মাদরাসা দুপচাঁচিয়া, ৫নং ওয়ার্ড আদমদিঘী উপজেলা পরিষদের সভাকক্ষ, ৬ নং ওয়ার্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নন্দীগ্রাম, ৭ নং ওয়ার্ড শজাহানপুর উপজেলা পরিষদ হলরুম, ৮নং ওয়ার্ড শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা (শেরপুর, খন্দকার পাড়া), ৯নং ওয়ার্ড ধুনট উপজেলা পরিষদ হলরুম, ১০ নং ওয়ার্ড গাবতলী উপজেলা পরিষদ মিলনায়তন, ১১ নং ওয়ার্ড সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষ, ১২ নং ওয়ার্ড সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

মোট ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৪০ জন এবং নারী ৩৮৩ জন। প্রিজাইডিং অফিসার হিসেবে ১২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ২৪ জন, পোলিং অফিসার হিসেবে ৪৮ জন এবং ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে ৮৪ জন দায়িত্ব পালন করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বগুড়ার গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করছে। নির্বাচন সু-সম্পন্ন করতে পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব, বিজিবি মাঠে থাকবে। গত কাল থেকেই ভোটকেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

পত্রিকা একাত্তর / নুরআলম