মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে ডোমারে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১১ জুন, ২০২২, ১ year আগে

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে ডোমারে মানববন্ধন
মানববন্ধনে বক্তব্য রাখছেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব মুফতি মাহমুদ বিন আলম।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র উগ্র নূপুর শর্মা এবং গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক সাইয়্যিদুল মুরসালিন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে কটুক্তি এবং অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই জুন) সকাল ১১টায় ডোমার বাজার রেলগেট মোড়ে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি এবং ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

মানববন্ধন কর্মসূচির শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফেজ সফিয়ার রহমান। মাওলানা মুফতি ফরিদ উদ্দিন ফারুকী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন—জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মাওলানা জাহিদ হাসান, মাওলানা একরামুল হক, মাওলানা মাহবুব আলম, ছাত্র জমিয়ত বাংলাদেশের ডোমার উপজেলা সভাপতি মাওলানা রাজু রুহানী, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী প্রমুখ।

মানববন্ধনে ভারতীয় সকল পন্য ও ভারতীয় টিভি চ্যানেল বর্জনের আহ্বান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সহ-সভাপতি ও পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান হোসেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news