ডোমারে ইভটিজিং প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৯ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে ইভটিজিং প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম
পুলিশের ইভটিজিং প্রতিরোধে চলমান অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অযথা আড্ডা দেওয়ার সময় দুই কিশোরকে কাউন্সিলিং ও সতর্ককরণ।

নীলফামারীর ডোমারের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে অযথা অবস্থান করা শিশু-কিশোরদের নাম, ঠিকানা যাচাই, অবস্থানের কারণ ও অভিভাবকদের সাথে মোবাইলে যোগাযোগ করে কিশোরদের কাউন্সিলিং করার পরামর্শ প্রদান সহ ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করেছে ডোমার থানা পুলিশ।

বুধবার (৮ই জুন) সকাল থেকে উপজেলার ডোমার সরকারী কলেজ, ডোমার মহিলা ডিগ্রী কলেজ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ডোমার বালিকা বিদ্যা নিকেতন সহ পার্শ্ববর্তী বিদ্যালয়ের আশেপাশে অযথা আড্ডা দেওয়া শিশু-কিশোরদের ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিন সতর্ক ও কাউন্সিলিংয়ের মাধ্যমে সংশোধন করার আহ্বান জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

ডোমার থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, স্কুল-কলেজ পড়ুয়া ও উঠতি বয়সী ছেলেদের দিকে অভিভাবকদের নজর দেওয়ার আহ্বান করছি। ইভটিজিং রোধে অভিযানের প্রথম দিন হওয়ায় কিশোরদের শুধুমাত্র সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আবারও যুক্তিসঙ্গত কারণ ছাড়া মেয়েদের উত্ত্যক্ত করার উদ্দেশ্যে বিশেষ বিশেষ আড্ডাস্থলে উঠতি বয়সী ছেলেদের পাওয়া গেলে ছেলের পাশাপাশি অভিভাবকদেরকেও কাউন্সিলিং এর আওতায় আনা হবে। ডোমার থানার সর্বত্র এ অভিযানে চলবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news