মোবাইল ভাঙ্গায় অভিমানে ছাত্রীর আত্মহত্যা

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৮ জুন, ২০২২, ১ year আগে

মোবাইল ভাঙ্গায় অভিমানে ছাত্রীর আত্মহত্যা

বগুড়া শেরপুরের সুঘাট ইউনিয়নে বড় ভাই মোবাইল ভেঙ্গে ফেলাই অভিমান করে মৌসুমী আক্তার (১৩) নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রী কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও সুঘাট ইউনিয়নের চকধিনাই এলাকার মোজাম হোসেনের মেয়ে।

বুধবার (৮ জুন) সকাল ৯টায় তার নিজ ঘর থেকে গলার ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে। স্থানীয় মেম্বার নূরনবী মন্ডল জানান, রাত্রি নয়টার দিকে মৌসুমী আক্তার এর বড় ভাই পারভেজ হোসেন মৌসুমির মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলে। কিছু ব্যাপার নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তার মা এসে মৌসুমী আক্তার ও ভাই পারভেজকে বকাবকি করে। পরে সবাই ঘুমিয়ে পড়ে।

সকাল ৯ টার দিকে মৌসুমী ঘুম থেকে না উঠায় মা মৌসুমিকে স্কুলে যাওয়ার জন্য দরজায় গিয়ে ডাক দেয়। কোন সাড়া না পেয়ে পারভেজ ও মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরবর্তীতে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলতে দেখে চিৎকার করলে আত্মীয়-স্বজন এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়নি।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news