ক্যান্সার রোগীর বাড়ি গিয়ে সরকারী অনুদানের চেক তুলে দিলেন সমাজসেবা কর্মকর্তা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ জুন, ২০২২, ১ year আগে

ক্যান্সার রোগীর বাড়ি গিয়ে সরকারী অনুদানের চেক তুলে দিলেন সমাজসেবা কর্মকর্তা

নীলফামারীর ডোমারে ক্যান্সার রোগে আক্রান্ত এক নারীর চিকিৎসা বাবদ সরকারী অনুদান ৫০ হাজার টাকার চেক নিজেই রোগীর বাড়ি গিয়ে তুলে দিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু। আবেদনকারীর কাগজে যোগাযোগ করার মোবাইল নম্বর সঠিক না থাকায় খোদ নিজেই রোগীকে খুঁজে চেক হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মকর্তা।

সোমবার (৬ই জুন) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর চিলাহাটির ভারতীয় কাঁটাতার ঘেষা সরকারপাড়া এলাকার শাহের আলী’র স্ত্রী আয়েশা বেগমের (৪৭) কাছে ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালুকে সাথে নিয়ে সরকারী অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু।

ক্যান্সার রোগে আক্রান্ত আয়েশা বেগম দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণ করছেন। তার পরিবার অর্থ জোগাড় করে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। গতবছরের শেষের দিকে তিনি ডোমার উপজেলা সমাজসেবা অধিদপ্তরে তার চিকিৎসায় সাহায্যের জন্য একটি আবেদন করেন।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত ২১মে নীলফামারী জেলার সমাজসেবা কার্যালয় হতে ডোমার উপজেলার দশটি ইউনিয়নে মধ্যে ২৪ জন আবেদনকারীর নামে ৬টি রোগের চিকিৎসার জন্য সরকারীভাবে সাহায্যের অনুদান আসে। রোগগুলো হলো– ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ২১টি বিভিন্ন রোগের উপর সরকারী সাহায্যের অর্থ পঞ্চাশ হাজার টাকার পৃথক পৃথক চেক ২১ জন রোগীর মাঝে বিতরণ করেন। তবে সরকার কর্তৃক এই বরাদ্দ অনুমোদন হয়ে আসার আগেই দুইজন ক্যান্সার রোগী ইন্তেকাল করেছেন। তারা হলেন—ডোমার পৌরসভা এলাকার চিকনমাটি মৃত আজিজার রহমানের পুত্র জনি ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বাগডোকরা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে সফিয়ার রহমান।

অন্যদিকে, ক্যান্সার রোগী আয়েশা বেগমের আবেদনের কাগজে উল্লেখ করা মোবাইল নম্বর সঠিক না থাকায় সোমবার দুপুরে সরকারী বরাদ্দকৃত ক্যান্সার রোগীর ৫০ হাজার টাকার চেক নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম নিজেই বেড়িয়ে পড়েন আয়েশা বেগমের খোঁজে।

এরপর তিনি ১নং ভোগডাবুড়ী ইউপির চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালুকে সাথে নিয়ে আয়েশা বেগমের বাড়িতে গিয়ে সরেজমিনে তার সাথে দেখা করে অত্র ইউপি চেয়ারম্যানসহ ভুক্তভোগীর হাতে ক্যান্সার রোগের চিকিৎসা বাবদ সরকারী সাহায্যের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

ক্যান্সার আক্রান্ত আয়েশা বেগমের পরিবারের লোকজন তার এই অন্তিম মূহুর্তে চেকটি পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “এই মুহূর্তে তাকে আরেকটি থেরাপি দেওয়ার সময় হয়েছে। আমরা ভিষণ চিন্তিত হয়ে পড়েছি আয়েশার থ্যারাপি দেওয়ার টাকার জোগাড় নিয়ে। এযাবৎ ৫টি থেরাপি দেয়া হয়েছে। প্রতিটি থেরাপি দিতে খরচ হয় ৩৭ হাজার টাকা।

ডাক্তার বলেছে আরও ২/৩ টা থেরাপি দিতে হতে পারে। টাকার চিন্তায় আমরা ব্যকুল হয়ে পড়েছি। আমরা তো জানি না যে, আয়েশার চিকিৎসার জন্য সরকারীভাবে বরাদ্দ হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার নিজের তাগিদে আয়শার ঠিকানা খুঁজে বের করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমরা পরিবারের সবাই আল্লাহর কাছে দোয়া করি, স্যারের এই মহানুভবতার জন্য বিধাতা যেন স্যারকে উপযুক্ত পুরস্কার দান করেন।”

এবিষয়ে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম (কালু) বলেন, বর্তমান সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম একজন ভালো মনের মানুষ। আমি যতদিন থেকে জানি তিনি একজন হৃদয়বান মহৎপ্রাণ এবং ন্যায়, সততা, নিষ্ঠার সাথে ডোমার উপজেলার অসহায় মানুষের জন্য সঠিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এর আগে কোনো সমাজসেবা অফিসার রোগীর চেক নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে দেননি। ওনি আজকে আমাকে সাথে নিয়ে নিজের তাগিদে উল্লেখিত আয়েশা বেগমের বাড়িতে গিয়ে সরেজমিনে তার ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সরকারি বরাদ্দকৃত পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। তার এমন মহানুভবতায় আমি মুগ্ধ। আমি তার কর্মময় জীবনের সাফল্য কামনা করছি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news