উত্তরায় ও মিরপুরে আজও সড়ক অবরোধে চেষ্টা

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা প্রতিনিধি

৬ জুন, ২০২২, ১ year আগে

উত্তরায় ও মিরপুরে আজও সড়ক অবরোধে চেষ্টা

রাজধানীর মিরপুর এবং উত্তরা এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। শ্রমিকরা অভিযোগ করছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলতি বছর বেতন বৃদ্ধির কথা বলা হলেও তা বাড়ানো হয়নি।

বেতন বৃদ্ধির দাবি করলে কর্মীদের নানা অজুহাতে চাকরিচ্যুত করা হচ্ছে বলেও অভিযোগ শ্রমিকদের। এর আগে আরও ২ দিন দাবি আদায়ে একইভাবে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ সোমবার সকালে মিরপুর-১৩, ১৪, মিরপুর-২, ১০ নম্বর, পুলিশ স্টাফ কলেজের সামনের সড়ক, ও কচুক্ষেত সড়কে অবরোধ করেন শ্রমিকরা। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে ওইসব সড়কে। তবে বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, লোডস্টার, জুকি, পলকা, সারশ, ভিশন গার্মেন্ট, এমবিএম গার্মেন্টসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা এই অবরোধ করে। লোডস্টার গার্মেন্টের শ্রমিক জানাহারা জানায়, জিনিসপত্রের দাম বাড়ার কারণে আমরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবি করছিলাম। যে বেতন পাচ্ছি তাতে ৩ বেলা খাবার জুটছে না। মালিক দিচ্ছি-দিবো বলেও দিচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি। অন্তত যাতে ৩ বেলা খেতে পারি।

ভিশন গার্মেন্টসের এক শ্রমিক বলেন, আমাদের আশপাশের সব গার্মেন্টসে আমরা খোঁজ নিয়েছি। প্রত্যেক মালিক একইভাবে প্রতিশ্রুতি দিয়েও বেতন বাড়াচ্ছে না। আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাই আমরা রাস্তায় নেমেছি।

বিক্ষোভের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয় মিরপুর ও এর চারপাশের এলাকায়। এতে কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। এদিকে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে সকাল ১০:৩০টার দিকে পুলিশ টিয়ারসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

১১:১৫টার দিকে ছত্রভঙ্গ ও টিয়ারসেলের বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘বর্তমানে সড়ক ফাঁকা। কোনো সড়কে পোশাক শ্রমিকদের অবস্থান বা অবরোধ দেখতে পাচ্ছি না।’

আবার উত্তরায় ইন্ট্রাকো ডিজাইন, ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে রাস্তায় নেমেছিলেন। এ বিক্ষোভ থেকে কয়েকটি বাসে ইট-পাটকেল ছোড়া হয়। পরে পুলিশ টিয়ারসেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১:১৬টায় উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করা হলে তারা জানায়, সড়ক বর্তমানে ফাঁকা রয়েছে। কোনো আন্দোলন বা অবরোধ নেই।

পত্রিকা একাত্তর /আল-আমিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news